রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নেপালে বিমান বিধ্বস্তে হতাহত দুই পরিবারকে দেখতে গাজীপুরের শ্রীপুরে এসেছেন ইউএস বাংলার দুই সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার দুপুরে ইউএস বাংলার পরিচালক এয়ার কমোডোর (অব) এম জি তৌহিদ ও মহাব্যবস্থাপক (মার্কেটিং সার্পোট এন্ড পিআর) মো.কামরুল ইসলাম উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের নিহত প্রিয়কের বাড়িতে আসেন।
এদিকে প্রিয়কের মা ফিরোজা খাতুন সকালে ছেলের স্ত্রী আলমুন নাহার এ্যানীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়। কিন্তু বাড়িতে ছিলেন প্রিয়কের মামা ও বিমানের আরেক যাত্রী আহত মেহেদী হাসান মাসুমের পিতা মো.তোফজ্জল হোসেন। তাঁর সাথে অনেকটা সময় ধরে ইউএস বাংলার প্রতিনিধিদের কথা হয়।
পরে প্রিয়কের বাড়ি থেকে বেড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএস বাংলার পরিচালক এয়ার কমোডোর (অব) এম জি তৌহিদের। তিনি জানান, সমবেদনা জানাতে বিধ্বস্ত ইউএস বাংলা বিমানে থাকা সকল যাত্রীদের বাড়িতে যাচ্ছেন তাঁরা। সেখানে গিয়ে আহতদের চিকিৎসার বিষয় কোন কৃপণতা রাখছেন না তাঁদের প্রতিষ্ঠান, এ বিষয়ে শত ভাগ নিশ্চিত করছেন। এর সাথে যারা এ ঘটনায় নিহত হয়েছেন তাদের মরদেহ আনার বিষয়ে নিয়মিত কাজ করছে ইউএস বাংলা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ক্ষতিপূরণের জন্য তাঁদের ইন্সুরেন্স কোম্পানী গুলো তথ্য সংগ্রহ কাজ করছেন। মরদেহ আসার পর প্রত্যেককে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দিতে প্রস্তুত আছে ইউএস বাংলা। এবং উন্নত চিকিৎসার জন্য তারা দেশের ভিতর যে কোন প্রাইভেট হাসপাতাল অথবা দেশের বাহিরে আহত যাত্রীদের নিয়ে যেতে সকল প্রস্তুতি সম্পূর্ণ বলেও জানান তিনি।
অন্য দিকে গাজীপুর জেলা আওয়ামীলীগের পক্ষে সি.সহ-সভাপতি ও গাজীপুর জজ কোর্টের পিপি এড. হারিজ উদ্দিনের নেতৃত্বে একটি আ’লীগের প্রতিনিধি দল প্রিয়কের বাড়িতে এসে তাঁর আত্মীয় স্বজনদের কথা বলেন। এবং তাদের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।