‘গুলশান ষড়যন্ত্রে’র দাঁতভাঙা জবাব দেয়া হবে।”

রাজনীতি

image_109204_0খালেদা জিয়ার গুলশানের অফিসে গভীর রাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকের কথা উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় বলেছেন, “বিএনপি কখনোই বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত বাংলার স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা সবসময় স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো করছে। আইনের মাধ্যমে এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।”

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আয়োজিত ‘খালেদা জিয়ার গুলশানের অফিসে গভীর রাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সতীশ চন্দ্র বলেন, “এই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নতি ভালো চোখে দেখে না। তাই তারা দেশকে আবারো অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। একটি মাত্রই কারণ যুদ্ধাপরাধীদের রক্ষা করা। আমরা অনেক সহ্য করেছি আর নয়, তাদের জবাব দিতে হবে।”

তিনি বলেন, “মিডিয়ার সামনে দিনের আলোয় আলোচনা না করে রাতের আঁধারে ষড়যন্ত্র করছে মানুষ তা বোঝে। মানুষ এখন অনেক সচেতন, তারা এখন বোঝে কোনটা ভালো আর কোনটা মন্দ। তাই বঙ্গবন্ধুর আদর্শের সব সৈনিককে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মানববন্ধনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, এম.এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, মহানগরের সভাপতি শাহাদাত হোসেন টয়েল, ফরিদউদ্দিন, শেখ নওশের আলী, অধ্যক্ষ ওয়াজেদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *