বেশ কিছু উপসর্গ আছে যা দেখলে বুঝতে পারবেন যে আপনার কিডনিতে পাথর রয়েছে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে দেখে নিন সেই সব উপসর্গগুলোকে-
১। পেটের ব্যথা কিংবা কোমরের দু’দিকে ব্যথা হলে সর্তক থাকুন।
২। মূত্র ত্যাগের সময় ব্যথা অনুভব করা।
৩। প্রয়োজনের অতিরিক্ত মূ্ত্র ত্যাগ হওয়া।
৪। মূত্র ত্যাগের সময়, মূত্রের সঙ্গে রক্ত বেরলে সাবধান হন
৫। মূত্র ত্যাগের পর যদি মূত্রের সঙ্গে বাজে গন্ধ বেরোয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ
৬। বমির প্রবণতা।
৭। কিডনিতে কোনও সমস্যা থাকলে জ্বর আসতে পারে।