কাশ্মীরে গেরিলা ও সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ২১

সারাবিশ্ব

image_159593.kashmirভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দফায় গেরিলা ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য ও ছয়জন গেরিলা রয়েছে। এ ছাড়া, পুলিশ ও লস্কর-ই-তাইয়বার দুই সদস্যসহ আরো দুজন বেসামরিক ব্যক্তি মারা গেছে বলে ভারতের হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে একজন লে. কর্নেল পদমর্যদার কর্মকর্তা রয়েছেন। আগামী সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মীর সফর করার কথা। তার আগ মুহূর্তে এ ভয়াবহ হামলা হলো। শুক্রবার প্রায় ১২ ঘণ্টা ধরে সেখানে কয়েক দফা সংঘর্ষ চলেছে। এ ছাড়া, কাশ্মীরে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণের কথা রয়েছে। তার আগের দিন নরেন্দ্র মোদি একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
গেরিলারা কাশ্মীরের সীমান্তবর্তী উরি শহরে ভারতীয় সেনাদের একটি ক্যাম্পে হামলা চালায় বলে দাবি করা হয়েছে। প্রথম দিকে তিন সেনা ও ২ পুলিশ নিহত হওয়ার খবর দিলেও পরে তা বেড়ে ১১ জনে দাঁড়ালো। গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর প্রায় ছয় ঘণ্টা সংঘর্ষ চলেছে।
এদিকে, ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে লস্কর-ই-তাইয়বার অন্তত দুই সদস্য নিহত হয়েছে বলে হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে। ওই খবরে দাবি করা হয়েছে- গেরিলাদের ছোড়া গ্রেনেডে নিহত হয়েছে দুই বেসামরিক ব্যক্তি।
এদিকে, কাশ্মীরে সেনা ক্যাম্পে গেরিলা হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, পাকিস্তান থেকে এসব গেরিলা কাশ্মীরে আসছে এবং হত্যাকাণ্ড ও ধ্বসংযজ্ঞ চালাচ্ছে।
সূত্র : আইআরআইবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *