ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত চিতারুম নদী। প্রায় এক দশক আগে বিশ্বব্যাংক এটিকে বিশ্বের সবচেয়ে দূষিত নদী হিসেবে ঘোষণা দেয়।
এক গবেষণায় দেখা গেছে, নিরাপদ সুপেয় পানির যে মানদণ্ড যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে তার চেয়ে এক হাজারগুণ বেশি বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া গেছে চিতারুমের পানিতে।
জানা গেছে, রোজ প্রায় ২৮০ টন বর্জ্য ফেলা হয় এই নদীতে। এর ঘোলা পানির ভেতরে তাকালে কিছুই দেখা যায় না। পানিতে প্রায়ই ভাসতে দেখা যায় বিষাক্ত রাসায়নিক পদার্থ, গৃহস্থালি আবর্জনা ও বিভিন্ন প্রাণীর বিষ্ঠা। চিতারুম নদীর দূষণ এমন মারাত্মক অবস্থায় পৌঁছেছে যে, কর্তৃপক্ষ স্বাস্থ্য ঝুঁকিসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
অন্যদিকে, নদীটির দূষিত পানির ওপর প্রায় তিন কোটি মানুষের জীবন নির্ভরশীল। এসব মানুষ এ নদীর পানি সেচ ও দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে। অনেকে এ পানি পানও করে।
এ নদীটি প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ। জাভা ও বালি দ্বীপে সরবরাহ করা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা হয় এর পানি।