ফ্লোরিডায় ভেঙে পড়ল ফুটব্রিজ, নিহত ৪

Slider সারাবিশ্ব

302230_119

 

 

 

 

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ফুটব্রিজ। সদ্য নির্মিত এই ব্রিজের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আরো অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থার পাঠানো ছবিতে দেখা যাচ্ছে, ভেঙে পড়া ব্রিজের নিচে বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে রয়েছে।

স্থানীয় মিডিয়া সূত্রে খবর, শহর থেকে এই ফুটব্রিজটি গিয়ে মিশছে ইউনিভার্সিটিতে। মাত্র দিন কয়েক আগেই ফুটব্রিজটির আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় পথচারিদের জন্য।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের মুখপাত্র অ্যালেজান্দ্রো কামাচো জানিয়েছেন, কমকরে পাঁচ থেকে ছটি গাড়ি ফুটব্রিজের নিচে চাপা পড়ে রয়েছে। ধ্বংসস্তূপ না সরানো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, তা বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
কেন ব্রিজটি ভেঙে পড়ল তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *