সদ্য-প্রয়াত ফিলিপ হিউজের সম্মানে তার ওয়ানডে জার্সি চিরদিনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত এর আগেই নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার হিউজের শ্রদ্ধার্ঘ্যে সিডনী ক্রিকেট গ্রাউন্ডের সাত নম্বর পিচেও আপাতত ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সাত নম্বর পিচেই শেষবার খেলেছিলেন প্রয়াত অজি ক্রিকেটার ফিলিপ হিউজ৷এই মাঠেই ক্যারিয়ারের প্রথম ও শেষ ইনিংস খেলেন হিউজ৷ শন অ্যাবটের বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন হিউজ৷তারপর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে যান তিনি৷
এসসিজি-তে খেলার জন্য দশটি পিচ রয়েছে৷ তার মধ্যে সাত নম্বর পিচেই প্রাণ হারান হিউজ৷তাই আপাতত হিউজের শ্রদ্ধার্ঘ্যে সেই পিচে খেলা বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে এসসিজি৷ মাঠের কিউরেটর টম পার্কার বলেন, “এসিসিজি-র সাত নম্বর পিচে আমি এখন আর হাত দিতে চাই না৷আমি কখনই ভাবতে পারিনি এরকম কিছু ঘটতে পারে৷যা হয়েছে তাতে আমি স্তম্ভিত৷আপাতত অর্নিদিষ্টকালীন ওই পিচে খেলা হবে না৷”
প্রসঙ্গত, হিউজের শেষকৃত্যের দিন এসসিজির জায়ান্ট স্ক্রিনে তুলে ধরা হয়েছিল তার অন্তীম যাত্রা৷ওদিন প্রায় তিন হাজার মানুষ জমায়েত হয়েছিলেন এসসিজিতে হিউজকে শেষ শ্রদ্ধা জানাতে৷