বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া চার মাসের জামিনের ওপর আপিল বিভাগের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদনের শুনানি আগামী রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত খালেদা জিয়ার পক্ষে আবেদন শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে আজ সকালে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিন রোববার পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।
এরপর খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা ওই আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।
গত ১২ মার্চ সোমবার খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে পর দিন রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন করে।
এর আগে বিএনপি খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্ব চার সদস্যের বেঞ্চ আজ সকালে এ রায় দিয়েছে।
আজ বুধবার সকাল ৯ টার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা ২টি আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত দুদকের আইনজীবীর বক্তব্য শুনে এ রায় দিয়েছেন বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবী। খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ আলী জানান, তাদের বক্তব্য শোনা হয়নি। তিনি তাদের বক্তব্য শোনার জন্য আদালতকে অনুরোধ করলে আদালত বলেন, কারো কথা শোনা, না-শোনা আমাদের এখতিয়ার। রোববার উভয় পক্ষের কথা শুনে চূড়ান্ত রায় দেয়া হবে।