গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া সাধুর বাাজরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী লালন স্মরণোৎসব। আজ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে শুক্রবার পর্যন্ত। প্রতি বছর লালন ভক্ত ফকির খালেক সাঁই এই উৎসব করে থাকেন। কুষ্টিয়ার পর গাজীপুরে এটি দ্বিতীয় বৃহত্তম লালন উৎসব।
এবার উৎসবে মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নৃতৃবৃন্ধ সহ নানা শ্রেনী পেশার মানুষ বিভিন্ন ইভেন্টে অতিথি থাকবেন। এই লালন মেলায় অংশ নিচ্ছেন হাজার হাজার লালন ভক্ত।