ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক চাপায় নিখিল চন্দ্র (৩৮) নামে এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় যশোর-কলকাতা সড়কের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হোসেন পরিবর্তনকে এ বিষয়টি জানান।
পেট্রাপোল বন্দরের ব্যবসায়ী সূত্রে জানা যায়, সকালে ভারতের পেট্রাপোল বন্দর থেকে একটি ট্রাক চ্যাচিস বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় ওই সড়কে দাঁড়িয়ে চাঁদা উঠানোর কাজে নিয়োজিত এক শ্রমিককে ট্রাকটি চ্যাচিস চাপা দিলে ঘটনা স্থলে তিনি নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয়।
এদিকে হঠাৎ করে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোল বন্দরে কয়েকশ ট্রাক কাচামালসহ বিভিন্ন ধরনের রফতানি পণ্য নিয়ে আটকা পড়েছে। পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকে আছে অনেক পণ্যবাহী ট্রাক।