প্রিয়ক ছিলেন ফটো প্রেমি

Slider টপ নিউজ

FB_IMG_1520869983429

 

 

 

 

 

 

 

 

রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারায় গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের মৃত শরাফত আলীর ছেলে ফটোগ্রাফার এফএইচ প্রিয়ক। প্রিয়ক ছিলেন বাবার এক মাত্র সন্তান।

ছোট বেলা থেকে বিভিন্ন প্রাকৃতিক দৃর্শের ছবি ধারণ করতেন নিপুন হাতে প্রিয়ক। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রিয়ক হয়ে ওঠেন দেশ সেরা ফটোগ্রাফার। পেয়েছেন বেশ কয়েকটি জাতীয় পুস্কারও। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস জীবনের স্বর্ণ শিখরে ওঠার আগেই নিবে গেলো তার প্রদীব শিখা।

তার নিপুন হাতের ওঠানো বেশ কিছু ছবি আজ দেশ সেরা লেখকের বইয়ের মোড়কে স্থান করে নিয়েছে। তার এসব ছবি চিরদিন ছবি প্রেমিদের প্রেরণা যোগাবে। খেলা স্বপ্নকে সঠিক স্থানে পোছানো আগেই নিবে গেলো প্রদিব শিখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *