কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে আগামীকাল সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ফের যৌথ টহল অনুষ্ঠিত হবে।
আজ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী জানান, ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৫ থেকে বিআরএম-৭ পর্যন্ত বুধবার সকাল ১০ থেকে প্রতিপক্ষ বিজিপি এর সাথে একটি যৌথ টহল অনুষ্ঠিত হবে। ওই যৌথ টহলে বিজিবি এর পক্ষে সুবেদার মোঃ ইব্রাহিম হোসেন এবং বিজিপি এর পক্ষে (৪) নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ডিও হাতিন লীন মংগ নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম বারের মতো গত ৫ মার্চ ১০টা থেকে ১১ পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নাঃ সুবেদার মোঃ সৈয়দ এনায়েত আলী এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহলদল ২টি স্পীড বোটযোগে এবং প্রতিপক্ষ নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ মেগিচং ক্যাম্পের উু ইড় অঁহম এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহলদল ২টি পেট্রোল স্পীড বোটযোগে বিআরএম-৩ হতে বিআরএম-৫ পর্যন্ত যৌথ সমন্বয় টহল পরিচালনা করে।