সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলার হানাদার মুক্ত দিবস আজ। প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়।
১৯৭১ সালের ৬ ডিসেম্বরের এই দিনে দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে উজ্জীবিত হয়ে দামাল ছেলেরা জীবন বাজি রেখে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করে সুনামগঞ্জ সদর উপজেলা শক্রমুক্ত করে জাতীয় পতাকা উত্তোলন করেন।
একই দিনে পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করে শক্রমুক্ত করা হয় ছাতক উপজেলাকে।