নেপালে বিধ্বস্ত বিমান এর আগেও দুর্ঘটনায় পড়েছিলো

Slider ফুলজান বিবির বাংলা

108768_p

 

ঢাকা: নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার বোম্বাইডার ড্যাস কিউ ৪০০ (ঝ২-অএট) বিমানটি এর আগেও দুর্ঘটনায় পড়েছিল বলে জানা গেছে। ২০১৫ সালের ৪ঠা সেপ্টেম্বর ৭৪ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে রানওয়ের এক প্রান্তে ইউটার্ন নিয়ে যখন পার্কিং বে-তে আসছিল তখন একটি চাকা আটকে যায়। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা গিয়ে চাকাটি মেরামত করে।
একই বিমানটি আজ সোমবার ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমা-ুর পথে যাত্রা করে। নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৫০ জনের প্রাণহানি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *