আন্তর্জাতিক অপরাধ আদালত কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কিনিয়াটার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খারিজ করে দিয়েছে।
প্রেসিডেন্ট কিনিয়াটার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো খারিজ করা অথবা অভিযোগের সপক্ষে জোড়ালো যুক্তি তুলে ধরার জন্য আদালত আইনজীবিদের এক সপ্তাহ সময় দেয়। ঐ সময় শেষ হবার দু’দিন পর শুক্রবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হ’লো।
রায়ের পর প্রেসিডেন্ট কিনিয়াটা সত্বর এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি এটাই অনুভব করতে পারছেন যে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরো বলেন, তাঁর ভাষায় আমার মনে হচ্ছে “আমি দৌড়ে বাড়ী ফিরে যাই– আমার স্ত্রীর কাছে যাই।” তিনি বলেন, একটি অভিযোগ খারিচ হয়েছে কিন্তু আইসিসিতে এখনও আরো দু’টি মামলা রয়েছে যেখানে কেনিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে।
মিঃ কিনিয়াটার বিচার কাজ বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে।