ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না গিয়ে যদি এবারও আন্দোলন করে, তাহলে জনগণ তাদের প্রতিহত করবে।
আজ রোববার বেলা ১২টায় কুমিলায় দাউদকান্দি-গোমতি সেতুর সংস্কার কাজসহ সড়কের বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে তিনি সংবাদিকদের এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। বিএনপিকে গণতন্ত্র রক্ষা করতে হবে না। তাদের গণতন্ত্রের নমুনা হল পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের পর আন্দোলনে বিএনপি জনগণের সাড়া পায়নি।
তিনি বলেন, ২০১৪ সালে গণতন্ত্র রক্ষার নামে জামায়াতকে সঙ্গে নিয়ে তারা বোমা সন্ত্রাস চালিয়েছে। এবারও যদি তারা এই ধরণের আন্দোলন করে তাহলে তারা আরো সংকুচিত হয়ে যাবে। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ তাদের প্রতিহত করবে। বিএনপি নির্বাচনে অংশ নেবে আশা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিগত নির্বাচনের মতো এবারও বিএনপি নির্বাচন বর্জন করবে কিনা এটা তাদের বিষয়। এতে সরকারের কোনো দায় নেই। এ বিষয়ে সরকারের কোনো বক্তব্যও নেই। তবে এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে আশা করি।