ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ৭ই মার্চের দিন আওয়ামী লীগের জনসভার পর নারী লাঞ্চনা ও যৌন হয়রানীর ঘটনা সত্য, ভিডিও ফুটেজে এর সত্যতা মিলেছে।
আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, ৭ই মার্চের দিন ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীকে বেশ কয়েকজন ওড়না ধরে টানাটানি করেছে এ ঘটনা সত্য। ভিডিও ফুটেজ দেখেছি, সেখানে দেখা গিয়েছে। পুলিশ ওই মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছে।
তিনি আরও বলেন, কারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। সেদিন সমাবেশে নারী-পুরুষের ঢল নেমেছিল।
তিনি আরও বলেন, কারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। সেদিন সমাবেশে নারী-পুরুষের ঢল নেমেছিল।
কারা, কোন উদ্দেশ্যে এমন কাজ করল সেটি আমাদের বের করতে হবে।