ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন জঙ্গি শাহনূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) শাহনূরকে গ্রেপ্তার করে।
শনিবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার সহায়তায় আসামের নলবাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এই অর্থ জোগানদাতাকে গ্রেপ্তার করা হয়।
শাহনূর আসামের বরপেটা জেলার চাতালা গ্রামে বাস করছিলেন। তাকে ভারতে জেএমবির আর্থিক জোগানদাতা হিসেবে সন্দেহ করা হয়।
প্রসঙ্গদ, গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণের ঘটনার পর থেকে এনআইএ শাহনূরকে খুঁজছে। তাকে ধরার জন্য ৫ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করে সংস্থাটি। নভেম্বর মাসে শাহনূরের স্ত্রীকে গ্রেপ্তার করে এনআই।