কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সূত্রে জানা যায়, ১০ মার্চ শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পুরাতন বাস স্টেশনের হোটেল দ্বীপ প্লাজার পূর্ব পার্শ্বে রাস্তার উপরে ক্রয়-বিক্রয়কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আইয়ুব (৪০) কে আটক করা হয়। সে সাবরাং ইউনিয়নের খয়রাতি পাড়া এলাকার জাফর আহম্মদের ছেলে বলে জানায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিকমূল্য ৬০ লাখ টাকা। আটক আইয়ুবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সহকারী পরিচালক সোমেন মন্ডল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, ইয়াবা ট্যাবলেটসহ মাদকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জোরালো অভিযান শুরু করেছে। ইতিমধ্যে মাদকদ্রব্য বিক্রির স্থানসহ কতিপয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করা হচেছ। এসব মাদকের স্থান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।