রোগী দেখে ফেরার পথে রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নরু ইসলাম বাড়ি পটুয়াখালী হলেও তিনি স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে দক্ষিণ দনিয়া এলাকায় থাকতেন বলে জানা যায়।
জানা গেছে বলেন, ঢামেকে ভর্তি হওয়া ভাইয়ের স্ত্রীকে দেখে বাসায় ফিরছিলেন নরু ইসলাম ও তার স্ত্রী হাজেরা বেগম। পথে দয়াগঞ্জ চৌরাস্তায় একটি কভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন নরু ইসলাম। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
গেন্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।