আবারও ‘সেরা আবেদনময়ী এশীয় নারী’র খেতাব জয় করলেন প্রিয়াঙ্কা চোপড়া। এশীয়দের জন্য ব্রিটিশ সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’-এর বার্ষিক জরিপে ৩২ বছর বয়সী এই তারকা ৫০ জন এশীয় তারকার মধ্যে শীর্ষস্থান লাভ করেন। টানা দুই বছর খেতাবটি জয়ের পর গত বছর তা ছিনিয়ে নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এক বছরের মাথায় সেই খেতাব পুনরুদ্ধার করলেন পিসি। অবাক করে দিয়ে ক্যাটরিনা এবার নেমে গেছেন চতুর্থ স্থানে। জনপ্রিয় টিভি অভিনেত্রী দ্রাস্ট্রি ধামি প্রথম থেকে এগিয়ে থাকলেও শেষ পর্যায়ে সামান্য ব্যবধানে দ্বিতীয় হয়েছেন। আরেক টেলিভিশন তারকা সানিয়া ইরানি তৃতীয় হয়েছেন। গতকাল সকালে সুখবরটি প্রিয়াঙ্কার কাছে পৌঁছানোর পর তিনি বলেন, ‘আবেদনময়তা আসলে নিজের ভেতরে কাজ করে। ভেতরে আবেদন ধারণ করলে সেটাই বাইরে প্রকাশ পায়। এই খেতাবের কতটুকু যোগ্য আমি জানি না, তবে সবাইকে ধন্যবাদ তাঁরা আমাকে এশীয়দের মধ্যে সেরা মানছেন বলে। আবারও সবার সেরা হতে পেরে গর্ববোধ করছি। সবার জন্য অফুরন্ত ভালোবাসা।’ বলিউড তারকাদের মধ্যে সেরা দশে আরো স্থান পেয়েছেন দীপিকা পাড়ুকোন (ষষ্ঠ), কারিনা কাপুর (অষ্টম) ও শ্রদ্ধা কাপুর (নবম)।