জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচন হবে। কিন্তু কবে হবে আমি জানি না। চার বছর আগে হোক আর পরে হোক নির্বাচন হবে। সেই নির্বাচনের আগে খালেদা জিয়ার বিএনপি বিলীন হয়ে যাবে। কোনো দল আর দাঁড়াতে পারবে না। তখন শুধু জাতীয় পার্টি থাকবে।’
শুক্রবার রংপুরে মহনগরীর হারাটি উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘দেশের সার্বিক অবস্থা ভাল নয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন চরম অবনতি হয়েছে। চারদিকে অশান্তি। মানুষ শান্তি চায়। দুই দলের দুঃশাসন দেশের জনগণ দেখেছে তা থেকে মানুষ মুক্তি চায়। জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়।’
তিনি আরো বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে সব ক’টি আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে রংপুর বিভাগের সব ক’টি আসনে আমাদের প্রার্থীকে নির্বাচিত করতে চাই। আমি রংপুরর উন্নয়ন করতে চাই। আপনাদের ঋণ শোধ করতে চাই। আপনারা আমাকে বারবার জীবন দিয়েছেন। ভোট দিয়ে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছেন।’
তিনি বিগত রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন প্রসঙ্গে তিনি বর্তমান সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আগামী সিটি নির্বাচনে মোস্তফাই জয়ী হবে। ঝন্টু তুমি আর জয়ী হতে পারবে না। তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো।’
এরশাদ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সকল বিভেদ ভুলে দলের কাজ করতে হবে। আমরা দল গোছানোর জন্য এখন কাজ করছি। আমাদের দলের ভেতর কোন বিভেদ নাই। খুব শিগগিরই আমরা জেলা ও মহনগরের কাউন্সিল করব।’