নের রাজা সিংহ। মাংসাশী এই প্রাণিটি বনের অন্য প্রাণিদের খেয়ে বেঁচে থাকেন। বনের বাইরে আনা হলেও তার খাবারের কোনো পরিবর্তন হয় না। অথচ তার খাঁচার ভেতর ঢুকিয়ে দেওয়া হলো ছোট ছেলেমেয়েদের। হোক না সেটা সিংহ শাবক। তারপরও। এরপর যা হওয়ার তাই হলো।
সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সৌদি আরবের জেদ্দায় বসন্ত উত্সবে সিংহ শাবকের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয় শিশুদের। এরপর একটি ৬ মাসের সিংহ শাবকের চারপাশে ঘোরাঘুরি করছে শিশুরা, যাদের কারও বয়স ১০ বছরের ঊর্ধ্বে নয়। শিশুরা ছাড়া খাঁচায় ছিলেন একমাত্র প্রশিক্ষক।
খেলার ফাঁকেই আচমকাই একটি শিশুকে চেপে ধরে সিংহশাবক। চিৎকার চেঁচামেচি করতে থাকে সে। অতঃপর সিংহ শাবকের হাত থেকে শিশুটিকে রক্ষা করেন প্রশিক্ষক। তবে বেঁচে গেলেও সিংহ শাবকের থাবায় বেশ জখম হয়েছে ওই শিশুটি।