শ্রীপুরে সড়ক দুর্ঘটনা রোধে বাসচালক ও হেলপারদের কর্মশালা

Slider গ্রাম বাংলা

হাইওয়ে থানা (2)

 

 

 

 

 
রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনা রোধে বাসচালক ও হেলপারদের সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধিতে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মাওনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক চালক ও হেলপার অংশ নেন।
কর্মশালায় সহযোগিতা দিচ্ছে স্থানীয় পরিবহন ব্যবসায়ী মোটর মালিক গ্রুপ এবং সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতারা।

প্রতিবছর সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ হাজার মানুষ আহত এবং ১০ হাজার মানুষ অকালে মারা যায় বলে কর্মশালায় তথ্য উপস্থাপন করে বিভিন্ন ট্রাফিক আইন নিয়ে বক্তব্য দেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দোলোয়ার হুসেন। এসময় তিনি বাস চালকদের ড্রাইভিং লাইন্সের আবেদন বিতরণ করেন।

কর্মশালায় বক্তব্য দেন, উপপরিদর্শক সুজন কুমার পন্ডিত, হুমায়ূন কবির, মো.রফিকুল ইসলাম প্রমূখ। এসময় শ্রমিক নেতৃত্ব বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.মজিবর রহমান, খন্দকার কফিল উদ্দিন, মো. আসাদ, মো.জালাল মিয়া প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *