গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য করবো : মির্জা ফখরুল

টপ নিউজ

image_159329.fakhrul_sm_923203043বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে বাধ্য করবো। আজ শুক্রবার সন্ধ্যায় গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গ যুবকের মৃতুতে লাখ লাখ মানুষ আজ মিছিল করেছে। অথচ শেখ হাসিনার সরকার হাজার হাজার মানুষকে হত্যা করলেও জনগণ মাঠে নামছে না। আমাদের মাঠে নামতে হবে। নব্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতে হবে ‘হাসিনা নিপাত যাক, আওয়ামী লীগ নিপাত যাক’। গণতন্ত্র মুক্তির এই দিবসে আমাদের শপথ নিতে হবে, কোনো অবস্থাতেই এই নব্য স্বৈরাচারকে আমরা ছাড় দেব না।

সরকার দুঃস্বপ্নের মধ্যে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা কথায় কথায় ষড়যন্ত্র দেখতে পায়। আসলে তারা সব সময় দুঃস্বপ্ন দেখে। যে কোনো মুহূর্তে তাদের প্রাসাদ ভেঙে যেতে পারে- এই ভয়ে সব সময় তটস্থ থাকে।

ফখরুল বলেন, ৫ জানুয়ারির ভোটবিহীন নির্বাচনের বরাত দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু এ দেশের মানুষ কোনো অবস্থাতেই সেটি হতে দেবে না। মানুষ প্রস্তুত হয়ে আছে। এখন তাদের কাছে যেতে হবে। তাদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েত হবে। সেটিই হবে স্বৈরাচার পতন দিবসের সব চেয়ে বড় শপথ।

দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবীব-উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবীব, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্র দলের সভাপতি রাজিব আহসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *