সেভেন মার্ডার: ৮ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা নারী ও শিশু ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি রাজনীতি সারাদেশ

Tarek_bg_476118525
করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি জেলার ৮ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টা থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।

সাতজনকে অপহরণের পর ঘটনা তদন্তে নারায়ণগঞ্জের সে সময়ে কর্মরত ১২ পুলিশ সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির চারজনকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয়- অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, শহীদুল ইসলাম, মো. জাকারিয়া, সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) আজিম উল আহসান, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জীবন কান্তি সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান, ফতুল্লা মডের থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মাসুম ও নারায়ণগঞ্জ সদর মডের থানার ওসি মঞ্জুর কাদেরকে।

হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাসহ কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপ-সচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের দুই উপ-সচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপ-সচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

এর আগে তদন্ত কমিটি ফতুল্লা থানার প্রত্যাহারকৃত ওসি আকতার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন, ডিবির ওসি মাহাবুবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের মৃতদেহ পাওয়া যায়।

ঘটনার পরই নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে প্রত্যাহার করা হয়। এরপর ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত।

আদালতের নির্দেশে ৭ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনাস্থল পরিদর্শন, নিহতদের স্বজনদের বক্তব্য নেওয়াসহ ও কয়েক দফা গণশুনানি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *