কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি ৫ জানুয়ারীর নির্বাচন করেনি, তারা ট্রেন মিস করেছে। পরের ট্রেন সময়মত আসবে। তখন ট্রেনে উঠার চেষ্টা করতে হবে। আজ শুক্রবার বিকেলে নকলা উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মুসল্লি, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতৃবৃন্দদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইলেকশন জুলাবাতির খেলা নয় যে ইচ্ছে হলে খেললাম, মনে না চাইলে বসে পরলাম। বিএনপিকে নির্বাচনে আসতে কেউ বাধা দেয়নি। বরং নির্বাচন বাধাগ্রস্ত করতে তারা ট্রেনে আগুন দিয়েছে, মসজিদে আগুন দিয়ে শত শত কোরআন শরীফ পুড়িয়েছে। কাজেই এসব কুকর্মের জবাব দিয়েই নির্বাচনে আসতে হবে।
এ সময় মতিয়া চৌধুরী আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাঁধা দিতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। কিন্তু যত ষড়যন্ত্র করা হোক না কেন, বিচার হচ্ছে, হবে। রায়ও বাস্তবায়ন হবে।
এ ছাড়াও এদিন কৃষিমন্ত্রী নকলা উপজেলার ৫১ মসজিদের পাঁচ শতাধিক মুসল্লি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে নিজ তহবিল থেকে শীতের কম্বল বিতরন করেন। এছাড়া টিআর বিক্রির অর্থ থেকে ৫১টি মসজিদকে ৪৩ হাজার ৫০০ টাকা করে ২২ লাখ ১৮ হাজার ৫০০ টাকা, ১৭টি মাদ্রাসা ও বেসরকারী উচ্চ বিদ্যালয়কে ৪ লাখ ৯৩ হাজার টাকা, দুটি শশ্মান ঘাটের উন্নয়নের জন্য ৩০ হাজার এবং এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় উপজেলার সকল স্কুলের প্রথম ১০ জনকে ৫০০ টাকা করে ৪০০ শিক্ষার্থীকে মেধা পরিচর্যা বৃত্তির অর্থ প্রদান করেন তিনি।