পুলিশ জনগণের বন্ধু, মাদকসেবীদের নয় : রাজিহার ইউনিয়নকে মাদক মুক্ত করতে পুলিশের জেহাদ ঘোষণা

Slider বরিশাল

 

22c74fe49a8555173f552ab02d89d74c-barisalঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

উপজেলার ১নং রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে ফকির মো. হুমায়ুন কবির শাহ’র দরবার শরীফে মঙ্গলবার রাতে আয়োজিত আবুল মোকাররম মোহম্মদ নুরুল ইসলাম কেবলা আল কাদরিয়া আল চিশতিয়া’র ৪১তম বার্ষিক ফাতেহ শরীফ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাতেহ শরীফ ও ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে রাজিহার ইউনিয়নের দায়িত্বে থাকা এসআই গাজী মো. নজরুল ইসলাম আগত ভক্ত ও দর্শণার্থীদের উদ্দেশ্যে রাজিহার ইউনিয়নকে মাদক সেবন ও ব্যবসামুক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তিনি বলেন, মাদক মানুষকে কিছু দেয় না, সব কিছু কেড়ে নেয়। তাই আপনার সন্তানের ভাল করার দায়িত্ব আপনারই। অনুষ্ঠানে তিনি মাদকসেবী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, পুলিশ জনগণের বন্ধু, মাদকসেবীদের নয়। অন্য কোথায় কি হবে তা জানার দরকার নেই। কিন্তু রাজিহার ইউনিয়ন মাদকমুক্ত হতে হবে। মাদকসহ কাউকে পেলে শুধু মামলা নয়, তার অবস্থা খুবই খারাপ হবে। যা তার ও তার পরিবারের সারাজীবন বহন করতে হতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *