ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানাকে ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি আশঙ্কা করছেন তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে।
আজ বুধবার নিজের প্রাইভেট কারের চাকা চলন্ত অবস্থায় খুলে যায়। এ ঘটনা পরিকল্পিত হতে পারে বলে তিনি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছেন। বিমানবন্দর থানায় আজ দায়েরকৃত ওেই সাধারণ ডায়েরি নং ৩০৬। এতে তিনি উল্লেখ করেছেন, কয়েকদিন ধরেই ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাকে।