ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা এখন আর দুর্যোগ, সাইক্লোন আর অভাবের মধ্যে নেই। আমরা এখন অর্থনৈতিক সমৃদ্ধির পথে। গত ১০ বছর যাবৎ আমাদের প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে। বর্তমানে আমাদের রিজার্ভ ২২ মিলিয়ন ডলার। এছাড়া রেমিটেন্স প্রবাহও ভাল। সম্প্রতি আমরা বিদেশে চাল রপ্তানি করছি। আমাদের পোশাকখাতও বিশ্বে ব্রান্ড।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্সটিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর ৫ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নই, শিগগিরই আমরা গোল্ডেন বাংলাদেশে পরিণত হবো।
আইসিএসবির সভাপতি মোহাম্মদ আসাদউল্লাহর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন এবং বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এছাড়াও আইসএসবির সদস্য, কর্পোরেট প্রতিনিধি ও বিদেশী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।