গাজীপুরের শ্রীপুরে বন্ধুকযুদ্ধে আ. রউফ হাওলাদার নামের এক ‘ডাকাত’ নিহত হয়েছে। শ্রীপুর-কাপাসিয়া সড়কের পটকা এলাকায় রাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান। অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আ. রউফ হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির ৯টিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশের অভিযানের সময় ডাকাতদলের অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।