পরপর তিন বলে তিন উইকেট নিলে তাকে হ্যাটট্রিক বলা হয়। পরপর চার বলে চারটি নিলে? হ্যাটট্রিকের সঙ্গে মিলিয়ে মজা করেই অনেকে ‘ফোরট্রিক’ বলে থাকেন। আসলে ক্রিকেটীয় ভাষায় একে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক’। ঢাকা প্রিমিয়ার লিগের মঞ্চে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাশরাফি দেখালেন ‘ফোরট্রিক’ জাদু। সব মিলিয়ে ৪৪ রানে ৬ উইকেট নিয়ে ক্রিকেটবিশ্বকে জানিয়ে দিলেন, এখনো সেই আগের মত ভয়ংকর তিনি।
ডিপিএলের চলতি আসরে নিয়মিত বোলিং জাদু দেখিয়ে যাচ্ছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি। আজও তার বোলিং তাণ্ডবে ১১ রানে ম্যাচ জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রানের বড় স্কোর গড়ে আবাহনী। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত (১৩৩)। এছাড়া মিথুন ৪৬, অধিনায়ক নাসির ২৫ রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি অগ্রণী ব্যাংকের। ৫১ রানের উদ্বোধনী জুটি ভাঙে সানজামুলের বলে আজমীরের (২১) বিদায়ে। অপর ওপেনার শাহরিয়ার নাফীস ১২১ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। ম্যাচের ৪৪তম ওভারে কিন্তু তাকে দিয়েই শিকার ধরা শুরু করেন ম্যাশ। টাইগার ক্যাপ্টেনের আসল ম্যজিক দেখা যায় ৫০তম ওভারে।
শেষ ওভারে জয়ের জন্য অগ্রণী ব্যাংকের দরকার ছিল ১২ রান। অধিনায়ক নাসির হোসেন দেশের সেরা পেসারের হাতেই স্লগ ওভারের দায়িত্ব তুলে দেন। ম্যাশের বলগুলো যেন আগুনের মত ছুটে আসছিল ব্যাটম্যানদের দিকে। সেই আগুনে পুড়ে ছারখার হলো অগ্রণী ব্যাংক। দ্বিতীয় বলে ধীমান ঘোষ (৪৬), পরের বলে আব্দুর রাজ্জাক (১২), চতুর্থ বলে শফিউল (০) এবং পঞ্চম বলে ফজলে রাব্বীকে (০) মিথুনের গ্লাভসবন্দি করে ১১ রানের জয় এনে দেন আবাহনীকে।