যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে তীব্র ঠাণ্ডায় কাবু গৃহহীন মানুষদের জন্য বেশকিছু মসজিদ খুলে দেয়া হয়েছে। পাশাপাশি ওই বাস্তুহীন মানুষদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। খবর আল-জাজিরা।
অসহায় এসব মানুষদের তীব্র শীতে মসজিদে অবস্থানের পাশাপাশি সেখানে তাদের জন্য গোসল-টয়লেটসহ নানা ব্যবস্থা রাখা হয়েছে।
গত শুক্রবার থেকে ব্রিটেনের আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জারি করে। এরপর শুরু হয় প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও তুষারঝড়। এতে গৃহহীন মানুষেরা প্রচণ্ড বিপাকে পড়েন।
এ নিয়ে ম্যানচেস্টারের মাক্কি মসজিদের দায়িত্বশীল রব নওয়াজ আকবর বলেন, ‘আমরা চিন্তা করেছি গৃহহীন, অসহায়দের জন্য কিছু একটা করা দরকার।’
মাক্কি মসজিদ ছাড়াও আয়ারল্যান্ডের লিডস গ্র্যান্ড মসজিদ, ওল্ডহাম মসজিদ, ফিনসবারি পার্ক মসজিদ, ক্যান্টাবারি মসজিদ ও ডাবলিনের ক্লোনসকিগ মসজিদের দরজাও অসহায়, গৃহহীনদের আশ্রয়ের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। রাতে নিরাপত্তার স্বার্থে একটি নিরাপত্তা দলও কাজ করে যাচ্ছে।
মসজিদে অবস্থানরত গৃহহীন অসহায়দের মধ্যে জিমি নামের একজন বলেন, ‘আমি মাদকের নেশায় আসক্ত। কখনও মসজিদে যাইনি। প্রচণ্ড ঠাণ্ডায় কি করবো তা নিয়ে দু’ধরনের চিন্তা করছিলাম।’
তিনি আরো বলেন, ‘ভাবছিলাম হিরোইন সেবন করে ঠাণ্ডার রাত অতিবাহিত করবো। এমন সময় একজন আমাকে মসজিদে অবস্থানের জন্য প্রস্তাব করে আর আমি তাতে রাজি হই।’