বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে। ঢাকাসহ সারা দেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করছে দলটি।
আজ মঙ্গলবার সকাল ১১টায় এ মানববন্ধন শুরু হয়। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে কেন্দ্রীয় বিএনপি।
গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকের এই মানববন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদল ও বিএনপির শরীক দলগুলোর নেতাকর্মীরা।
এর আগে মানববন্ধনে অংশ নিতে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।