‘দ্রৌপদীর ছিল পাঁচজন আমার মাত্র দুজন’ বলায় খুনের হুমকি উর্বশীকে

Slider বিনোদন ও মিডিয়া

 

225158urvashirautellaউর্ব্বশী রাউতেলাকে বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি-৪’এ একেবারে অন্য চেহারায় সাহসী চরিত্রে দেখা যাবে। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে এই থ্রিলারের ট্রেলার। নিঃসন্দেহে ছবিতে অভিনেত্রীকে যথেষ্ট আত্মবিশ্বাসীও দেখাচ্ছে। এই পর্যন্ত সবই ঠিক ছিল।

ছবির ট্রেলারের একটি ডায়লগে উর্ব্বশীকে দ্রৌপদীর সঙ্গে নিজের চরিত্রকে তুলনা করতে শোনা যায়। তিনি বলছেন, মহাভারতে দ্রৌপদীর পাঁচজন স্বামী ছিলেন। কিন্তু এখানে তাঁর মাত্র দুজন স্বামী।

প্রসঙ্গত, ছবিতে উর্ব্বশী একসঙ্গে দুই ভাইয়ের সঙ্গে প্রেম করবেন। কিন্তু এভাবে দ্রৌপদীর চরিত্রের সঙ্গে নিজের তুলনা করায়, এক শ্রেণীর দর্শক সেটা মোটেই ভালভাবে নেননি। বিভিন্ন রকমের অপমানজনক মন্তব্যের সঙ্গে উর্ব্বশীকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেয় দর্শকরা। আগামী ৯ মার্চ, ২০১৮ সালে পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *