ফিরে এসেই আইটেম গানে পপি

Slider বিনোদন ও মিডিয়া

popy_1ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গ্ল্যামার্লস নায়িকা পপি। সৌন্দর্যে, স্টাইলে এবং আবেদনময়ী সব কিছুতেই তাকে পাওয়া যায় একটু ভিন্নতায়। সমসাময়িক অনেক নায়িকার সৌন্দর্যের জৌলুস হারিয়ে গেলেও পপি এ ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম। সেটা পপির দেহের গড়নের দিকে তাকালেই বুঝতে পারেন সবাই।

এতো কিছু থাকা সত্বেও বড় পর্দায় অনুপস্থিত তিনি। কিন্তু কেন? এমন প্রশ্ন চলচ্চিত্রবোদ্ধা থেকে শুরু করে পপিভক্তদের কাছেও বারবার উঠে আসছিল। দীর্ঘদিন ধরেই সিনেমায় নেই বলেই এমন প্রশ্ন।

তবে এবার তিনি ফিরছেন সিনেমায়। তার অভিনীত নতুন ছবির নাম ‘সাহসী যোদ্ধা’। সাদেক সিদ্দিকী পরিচালিত সম্প্রতি এফডিসিতে একটি আইটেম গানের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়েছে ছবিটি। এ আইটেম গানেই পারফর্ম করছেন পপি।

ছবি এ আইটেম গানে পারফর্ম প্রসঙ্গে পপি বলেন, ‘শুটিংয়ে ফিরে খুব ভালো লাগছে। অনেকদিন ধরেই এমন শুটিং করা হয়না। গানটি চমৎকার। গানটির জন্যে আমাকে দারুনভাবে সাজতে হয়েছে। বেশ অ্যানার্জি দিয়ে নাচতে হচ্ছে। দারুন একটি সেটে স্টেজে নাচছি আমি। কিছুটা কষ্ট হলেও বেশ উপভোগ করছি।’

আইটেম গানের শুটিং শেষ হলেও টানা এপ্রিল পর্যন্ত ছবিটির শুটিং হবে বলে জানান নির্মাতা। এফডিসি ছাড়াও সিলেট, কক্সবাজারে এ ছবির শুটিং হবে। ছবিটিতে পপির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান আরও রয়েছে ইমন ও নবাগত সানাই। ‘সাহসী যোদ্ধা’ ছবির গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *