অতীতের দলের সঙ্গে বিরাটদের তুলনায় নারাজ সৌরভ গাঙ্গুলি

Slider খেলা

ganguli

 

 

 

 

 

এখনই অতীতের ভারতীয় দলগুলির সঙ্গে বিরাট কোহলির দলের তুলনা টানতে রাজি নন সৌরভ গাঙ্গুলি। তার জন্য বর্তমান ভারতীয় দলকে আরও সময় দেওয়ার পক্ষপাতী তিনি।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘‌দুটো প্রজন্মের মধ্যে তুলনা টানা খুবই কঠিন। কিন্তু ভারতীয় ক্রিকেটে প্রতিটা প্রজন্মই জন্ম দিয়েছে গাভাসকার, কপিল দেব,টেন্ডুলকারদের মতো চ্যাম্পিয়নদের। আমি মনে করি, এই প্রজন্মের সঙ্গে অতীতের তুলনা করা উচিত ৭–৮ বছর পরই, তার আগে নয়। কারণ আমরা গাঙ্গুলি বা দ্রাবিড় বা টেন্ডুলকার হয়েছিলাম ১৫ বছর খেলার পর।’‌

সৌরভ আরও বলেন, ‘‌আমি ওদের আরও সময় দিতে চাই, দেখতে চাই কোথায় গিয়ে ওরা শেষ করছে। তখন না হয় তুলনা করা যাবে। আমার প্রজন্ম মানে বোঝায় শেবাগ, দ্রাবিড়, টেন্ডুলকার, লক্ষ্মণ, গাঙ্গুলি, হরভজন, কুম্বলের মতো ক্রিকেটারদের। প্রত্যেকে ১০০’র বেশি টেস্ট খেলেছে। প্রত্যেকে কতটা ভাল ক্রিকেটার, তা পরিষ্কার এই তথ্যেই। এই প্রজন্মের ক্রিকেটাররা আগে ওই জায়গায় পৌঁছাক, তখন তুলনা করা সহজ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *