শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।
শনিবার সন্ধ্যায় সংগঠনের এক জরুরি বৈঠকে এ প্রতিবাদ জানায় বিআইজেএফ নির্বাহী কমিটি। এ সময় উপস্থিত ছিলেন বিআইজেএফ সভাপতি আরাফাত সিদ্দিকী সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুর রহমান বাদল, প্রকাশনা ও গবেষণা সম্পাদক এম. মিজানুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ গোলাম দস্তগীর তৌহিদ, নির্বাহী সদস্য খালেদ আহসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআইজেএফ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর যে বা যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। জাফর ইকবালের ওপর হামলা তথ্যপ্রযুক্তি খাতের জন্য অশনিসংকেত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিআইজেএফ।
এর আগে শনিবার বিকালে দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে এক যুবক।