আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড হাছান মাহমুদ বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে দায়িত্ব পালন করছেন এবং নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। এতে আইনের কোনো ব্যত্যয় হয় নাই এবং নির্বাচন কমিশনের রুলসের কোনো ব্যত্যয় হয় নাই।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরও ভোট চাওয়ার অধিকার রয়েছে। আপনারও ধানের শীষে ভোট চান। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো দয়া করে এই ব্যাখ্যাটি দিবেন যে সব দলের নির্বাচনের প্রচারের অধিকার রয়েছে।
হাছান মাহমুদ মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া জেলে থাকলে যদি প্রতিদিন ১০ লাখ ভোট বাড়ে তাহলে তারা নিশ্চয়ই চান না বেগম খালেদা জিয়ার জেল থেকে বের হোক। দিনে যদি ১০ লাখ ভোট বাড়ে তাহলে তাদের উপলব্ধি হল বেগম খালেদা জিয়া জেলে থাক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সাহারা বেগম কবরী প্রমুখ।