ভারতের বিশিষ্ট নারী সাংবাদিক গৌরি লঙ্কেশকে হত্যায় জড়িত থাকার অভিযোগে কট্টর হিন্দুত্ববাদী এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর এ নারী সাংবাদিককে হত্যার পর ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এ ঘটনায় এই প্রথমবারের মতো কাউকে গ্রেফতার করা হলো বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর গৌরি লঙ্কেশকে কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরে তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়। ৫৫ বছর বয়সী এই সাংবাদিক হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির কট্টর সমালোচক ছিলেন। বন্দুকধারীরা হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে করে এসেছিল।
পুলিশের এক কর্মকর্তা জানান, শুক্রবার পুলিশের বিশেষ তদন্ত দল কে.টি. নবীন কুমার নামের এক হিন্দুত্ববাদী নেতাকে গ্রেপ্তার করেছে। সাংবাদিক গৌরি লঙ্কেশকে হত্যায় নবীন কুমারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।
অস্ত্র আইনে এর আগেও কুমারকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানান তিনি।
প্রসঙ্গত, ভারতের শীর্ষস্থানীয় বেশকয়েকটি সংবাদপত্রে কাজ করেছিলেন গৌরি লঙ্কেশ।
সূত্র: সিনহুয়া