সিলেটের বিশ্বনাথে পানির পাইপ বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের আবদুর রহিম ও জুনাব আলী গংদের মধ্যে এ ঘটনা ঘটে।
আবদুর রহিমসহ তার পক্ষের অন্য আহতরা হলেন আনর আলী (৩০), গেদনী বিবি (৬০), সৈদুন (৪৫), জাহেদ (১২) এবং জুনাব আলীসহ তার পক্ষের অন্য আহতরা হলেন সুমন (৩২), লাল মিয়া (৪৫), সালেহা (৪২), হাসনেরা বেগম (৩২), সাহেল (১৪)।
আহতদের মধ্যে আবদুর রহিম পক্ষের দু’জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।
আবদুর রহিম জানান, আমার জায়গার উপর দিয়ে জুনাব আলীর পক্ষের লোকজন পানির পাইপ নিতে চাইলে আমি বাঁধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের উপর হামলা করে।
এদিকে জুনাব আলী আবদুর রহিমের অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, তারাই আমাদের উপর হামলা করেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকেই শান্ত করি। আবদুর রহিম পক্ষের আনর আলীদেরকে পাইপ বসাতে দেয়ার জন্য বলে এসেছি।