বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য সমাবেশ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার ন্যুয়েট এক প্রশ্নের জবাবে একথা জানান।
তিনি বলেন, আমি ঝুঝতে পারছি এটা বাংলাদেশ সরকারের জন্য উদ্বেগের বিষয়। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
অপর এক প্রশ্নের জবাবে ন্যুয়েট বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গভীরভাবে পর্যালোচনা করে রাখাইন সঙ্কটকে জাতিগত নিধন হিসাবে আখ্যায়িত করেছেন। এ সিদ্ধান্তে পৌঁছাতে অনেক লম্বা পথ পারি দিতে হয়েছে। এ জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যোগার করা বেশ জটিল কাজ।
বাংলাদেশী শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক
জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর অধীনে কর্মরত থাকা অবস্থায় মালিতে বিষ্ফোরণে চার বাংলাদেশী সৈন্য নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
আজ ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাংলাদেশী শান্তিরক্ষীদের পাশে আমরা আছি। নাজুক জনগোষ্ঠির সুরক্ষা দেয়ার বাংলাদেশের মানুষের সাহস ও দৃঢ়চেতা মনোভাবকে আমরা স্বাগত জানাই। বিশ্বকে আরো বাসযোগ্য করে তুলতে বাংলাদেশীদের আত্মত্যাগের জন্য আমরা সমবেদনা জানাই।