আজারবাইজানের রাজধানী বাকুতে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর অফিস ও দুর্যোগ মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
দেশটির প্রসিকিউটর অফিস ও পুলিশ শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরো ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে কাঠের তৈরি একতলা ভবনটিতে অবস্থিত রিপাবলিকান নারকোলজি ডিসপেনসরিতে আগুন লাগে।
সকাল সাড়ে ৮টার দিকে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আজারবাইজানের সংবাদ সংস্থা এপিএর খবরে জানানো হয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টেলিভিশনের খবরে পুনর্বাসন কেন্দ্রের চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা।
এদিকে বিবিসি জানিয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়ন অধিভুক্ত দেশটিতে নথিভুক্ত হওয়া ৩০ হাজার মাদকাসক্তের পুনর্বাসনে পুনর্বাসন কেন্দ্রর তীব্র অভাব রয়েছে।
এ কেন্দ্রটিতে শুধু ২০১৫ সালেই তিন হাজারের মতো লোক পুনর্বাসনের আবেদন করেছেন। সম্প্রতি ২৫০ আসন বিশিষ্ট একটি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়েছে।