বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পেতে যাচ্ছে তুরস্ক

Slider টপ নিউজ তথ্যপ্রযুক্তি

5

 

 

 

 

 

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে আগামী ১২ মাসের মধ্যে বর্তমান বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পেতে যাচ্ছে তুরস্ক।

এ ব্যাপারে দেশটির সংবাদমাধ্যম ইয়েনি সাফাক বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক সরকার ২০১৪ সালে এফ-৩৫ এর ৩০টি বিমান অর্ডার দিয়েছিল। আরও ৭০টির অর্ডার দেয়ার চিন্তা রয়েছে। প্রতি বছর ১০টি করে যুদ্ধবিমান পাবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে, যা শুরু হবে ২০১৯ সালের শুরুতেই।

প্রসঙ্গত, এফ-৩৫ যুদ্ধবিমানের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি মুহূর্তের মধ্যে মাটি থেকে সরাসরি উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এজন্য লম্বা রানওয়ের প্রয়োজন হয় না।

১০টি দেশ মিলে কয়েক ডিজাইনে এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণ করছে। প্রকল্পটির নাম জয়েন্ট স্ট্রাইক ফাইটার। উদ্যোক্তা দেশগুলোর মধ্যে তুরস্কও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *