সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হেলপারসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ট্রাক চালক।
শুক্রবার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার উলত্ত গ্রামের আনিছার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) ও একই থানার শিকড় গ্রামের মৃত আবেদ আলীল ছেলে এখলাস (৪২)। আহত চালক বক্কর আলী (৩০) একই থানার উলত্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু রায় জানান, ভোরে কোনাবাড়ি শহিদুল বুলবুল কলেজের সামনে একটি ট্রাক মহাসড়কের পেছনে দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও এখলাস মারা যান। এসময় আহত হন চালক বক্কর আলী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।