দীর্ঘ দুই মাস আফ্রিকা সফরের পর দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা। দুইমাস দেশে না থাকাতে যেন ঘরের খাবারের স্বাদ ভুলতে বসেছে তারা। তাই দেশে ফিরেই ঘরের খাবারের স্বাদ নিচ্ছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। এমনকী ঘরে বসে কফির বিশ্বসেরা স্বাদ অনুভব করলেন ক্যাপ্টেন বিরাট কোহলি।
রেনবো নেশন থেকে ওয়ান ডে এবং টি-২০ সিরিজ জিতে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ভারত। কেপ টাউনে টি-২০ সিরিজের শেষ ম্যাচ জিতে টেবল মাউন্টের লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নেয় টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। তার পুরস্কার হিসেবে কেপ টাউন ওয়াটার ক্রাইসিস ফান্ডে এক লক্ষ ব়্যান্ড দান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি রবিবার নিউল্যান্ডসে শেষ ম্যাচের পর চেক দেন বিরাট।
এ প্রসঙ্গে প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি জানান, কেপ টাউনে পানি সমস্যা দুই দলেরই অভিজ্ঞতা হয়েছে। এ নিয়ে বিরাটের সঙ্গে কথা হয়। তার পরই আমরা সিদ্ধান্ত নিই কেপ টাউনের পানি সমস্যার সমাধানে ফান্ডে কিছু অর্থ দান করব।
কোহলি জানান, কেপ টাউনে বিশ্বের অন্যতম সুন্দর শহর। যখনই নিউল্যান্ডসে আসি, তখন এখানকার মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পাই। এবার খরা নিয়ে জনসচেতনা বাড়ানো ক্ষেত্রে আরো বেশি করে সাধারণ মানুষের কাছে যাই।