আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ এর পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের বিভিন্ন প্রান্তে কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী ৩২ জনকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ এর পদক পরিয়ে দেবেন।
সূত্র আরও জানায়, পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছে, ৫টি স্বর্ণ পদক, ৯টি রৌপ্য পদক এবং ১৮টি ব্রঞ্চ পদক।
কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার বিকেলে ওসমানী মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানের রিহার্সেল দেয়া হয়েছে।