কী ভাবছেন পরীমনি? কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা? না, অন্তত লুক দেখে তা মনে হবে না। কেননা ঠোঁটে ঝুলে আছে মৃদু হাসি, সেই হাসির সাথে মিশ্রণ ঘটেছে লাজের। সামনে তরমুজের জুস নিয়ে লজ্জাবনত পরীমনিকে কিন্তু মন্দ লাগছে না। ভাবনায় মগ্ন, আভছন্ন পরীমনি এভাবেও অনন্য।
পরীমনি এখন হয়তো মধুর চিন্তায় মগ্ন থাকতে পারেন। কেননা বিনা কর্তনে সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে পরীমনি অভিনীত স্বপ্নজাল ছবিটি।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছেন ইয়াশ। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার।
স্বাভাবিকভাবেই পরীমনি এখন কিছুটা ফুরফুরে থাকবেন। হয়তো মুক্তির দিন তারিখ ঘনিয়ে এলে কিছুটা চিন্তিত হতেই হবে। আর এই ছবিতে পরীমনি যেটা বলতে চেয়েছেন তা সংক্ষেপে বলা যেতে পারে এভাবে, ‘শীতে প্ল্যান ছিল, বসন্তে সেটার বাস্তবায়ন।’ স্বপ্নজালের জন্যই কি এমন ক্যাপশন তা হয়তো জানা যায়নি।