দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচেও ভারতীয় বোলারদের দাপট

খেলা

image_158927.2014-12-04_5_878449অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচেও দাপট দেখিয়েছে ভারতীয় বোলাররা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া একাদশকে ২৪৩ রানে অলআউট করে দিয়েছে সামি-এ্যারন-করণরা। আর দিনের শেষ ভাগে ব্যাটিং-এ নেমে ২ উইকেটে ৯৯ রান তুলেছে টিম ইন্ডিয়া।
গত বৃহস্পতিবার ফিলিপ হিউজের মৃত্যুতে ২৮ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও তা ভারতের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সেই সাথে সিরিজের প্রথম টেস্টটিও শুরু করা যায়নি। তবে নতুনভাবে সূচি নির্ধারণ হলে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচটিও সূচিতে রাখা হয়।
আর তা খেলতে নেমে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া একাদশ। তবে ভারতীয় বোলারদের তোপে ২৪৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করে করেন জর্ডান সিল্ক ও সেব গোটস। বল হাতে ভারতের পক্ষে বরুন এ্যারন ৪টি, করণ শর্মা ৩টি, মোহাম্মদ সামি ২টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট শিকার করেন।
প্রতিপক্ষকে ৬৮ দশমিক ৩ বলে অলআউট করে দিয়ে দিনের শেষভাগে ২৯ ওভার ব্যাট করার সুযোগ পায় ভারত। আর তাতে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে দিন শেষে ৯৯ রান তুলে টিম ইন্ডিয়া। ধাওয়ান শূন্য ও পূজারা ২২ রানে ফিরেন। তবে মুরালি বিজয় ৩৯ ও অধিনায়ক বিরাট কোহলি ৩০ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া একাদাশ : ২৪৩/১০, ৬৮.৩ ওভার (সিল্ক ৫৮, গোটস ৫৮*, বরুন এ্যারন ৪/৪১, করণ শর্মা ৩/৫৭, মোহাম্মদ সামি ২/৩৭, রবীন্দ্র জাদেজা ১/১২)।
ভারত : ৯৯/২, ২৯ ওভার (বিজয় ৩৯*, কোহলি ৩০*, পূজারা ২২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *