১৩ সিটের বিমান এটি। ব্যক্তিগত বিমান। আর এতে করেই দেশে ফিরছে প্রয়াত শ্রীদেবীর মরদেহ। বিমানটির মালিক ভারতের বিজনেস টাইকুন অনিল ধীরুভাই আম্বানি। রিলায়েন্স ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেলসের এমব্রার-১৩৫বিজে মডেলের বিমানটি গতকাল বিকেলে শ্রীদেবীর মহদেহ দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে ভারত ত্যাগ করে। আশা করা হচ্ছে আজ দুপুরেই ভারতে ফিরবে বিমানটি, সঙ্গে থাকবে বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর অকাল প্রয়াত দেহ।
উল্লেখ্য, দুবাইয়ের একটি হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় এই অভিনেত্রীর। আজ বিকেলে তাঁর শেষকৃত্য হওয়ার কথা আছে, মুম্বাইয়ে। শ্রীদেবীর পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘চাঁদনি’ তারকা দুবাইয়ের জুবেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলে অবস্থান করছিলেন। সেখানেই হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তিনি এবং বাথরুমে জ্ঞান হারান। দ্রুত তাঁকে নিকটস্থ রশিদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
সূত্র : আইএনএস